Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to Senior Upazila Fisheries Officer's Office, Batiaghata, Khulna

Events

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, বটিযাঘাটা, খুলনা।   

   ফোন --০৪০২২-৫৬০২৮

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় এর অধীন মৎস্য অধিদপ্তর.বাংলাদেশ এর আওতায় উপজেলা পর্যায়ের একাট সরকারী অফিস।অত্র অফিসের মৎস্য সম্পদ সম্পর্কীয় বিভিন্ন কাজ রয়েছে।মৎস্য চাষীদের আধুনিক মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষন প্রদান,লাগসই প্রযুক্তি ব্যবহারে পরামর্শ,মৎস্য প্রকল্প গ্রহনে স্কীম প্রনয়ন,ব্যাংক বা অন্য কোন আর্থিক প্রতিস্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে মৎস্য চাষীদের ঋন প্রাপ্তিতে সহায়তা প্রদান,প্রাকৃতিক জলাশয়ে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য বিভাগীয় বিভিন্ন আইনের বাস্তবায়ন,মোবাইল কোর্ট পরিচালনা,নতুন প্রযুক্তি চাষীদের মধ্যে হস্তান্তর,মৎস্য সম্পর্কীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন।বিভিন্ন এন,জি,ও কর্তৃক আয়োজিত মৎস্য চাষীদের প্রশিক্ষন দেয়া হয়।উপজেলা পরিষদ কর্তৃক দেয় বিভিন্ন দায়িত্ব পালন (পাবলিক পরীক্ষা,ট্যাগ অফিসার হিসেবে) করা হয়।

সরকারী অন্যান্য বিভাগের সাথে সম্বনয় করে মৎস্য সম্পদের উন্নয়ন এবং নিরাপদ মৎস্য উৎপাদনা বৃদ্দির মাধ্যমে এদেশের মানুষের প্রানিজ প্রোটিন সরবরাহে সহযোগিতা ছাড়াও দ্বিতীয় বৃহত্তর রপ্তানি খাতের বৃদ্দিতে ভূমিকা রাখার জন্য অত্র দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।